রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা এবং অন্যান্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিভিআইপি) নিরাপত্তা নিশ্চিত করতে প্রণীত ‘রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা বিধিমালা ২০২৫’-এর গেজেট প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব মো. সাইফুল্লাহ পান্নার স্বাক্ষরে এই গেজেট জারি করা হয়। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিধিমালাটি প্রকাশ করা হয়েছে।
গেজেটে উল্লেখ করা হয়েছে, বিধিমালাটি অবিলম্বে কার্যকর হবে। নতুন এই বিধিমালার মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের নিরাপত্তা ব্যবস্থাপনাকে আরও সুসংগঠিত, আধুনিক এবং একটি সুস্পষ্ট আইনগত কাঠামোর আওতায় আনা হয়েছে।সূত্র জানায়, বিধিমালায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা এবং অন্যান্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাচল, বাসভবন, কর্মস্থল, অনুষ্ঠানস্থল ও সফরকালীন নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থার দায়িত্ব, কাঠামো এবং করণীয় বিস্তারিতভাবে নির্ধারণ করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ের নিরাপত্তা চ্যালেঞ্জ ও বাস্তবতা বিবেচনায় নিয়ে এই বিধিমালা প্রণয়ন করা হয়েছে। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা ও বিস্তারিত নির্দেশনা সংবলিত প্রজ্ঞাপন পরবর্তীতে আলাদাভাবে প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
নতুন বিধিমালার গেজেট