জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ঢাকা–১০ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ধানমন্ডি থানা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে আসিফ মাহমুদ বলেন, প্রচারের ক্ষেত্রে ঝুঁকি রয়েছে। তাই স্বাভাবিক প্রচার করতে পারছেন না। শরিফ ওসমান হাদির হত্যার আসামিদের এখনো পর্যন্ত সরকার গ্রেপ্তার করতে পারেনি। এটি সরকারের ব্যর্থতা। প্রার্থিরা ঝুঁকির মধ্যে রয়েছেন। বিশেষ করে যারা জুলাই অভ্যুত্থানের নেতা তারা ঝুঁকিতে আছেন।
তিনি বলেন, সরকারকে প্রার্থীসহ জুলাই অভ্যুত্থানেরে নেতাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। শহিদ ওসমান হাদির মতো অবস্থা যাতে আরও কারো না হয়।
আগে থেকে দেওয়া ঘোষণা অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন আসিফ মাহমুদ। বেশ কয়েকটি দলের সঙ্গে তার যুক্ত হওয়ার খবর রটলেও শেষ পর্যন্ত গত ১২ ডিসেম্বর তিনি নিজেই জানান, কোনো দলের হয়ে নয়, প্রতিদ্বন্দ্বিতা করবেন স্বতন্ত্র প্রার্থী হয়ে।
প্রসঙ্গত, আসিফ মাহমুদ যে আসন থেকে লড়বেন সেই ঢাকা-১০ আসন ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ নিয়ে গঠিত। এরই মধ্যে এই আসনের ভোটারও হয়েছেন তিনি।