বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

ওসমান হাদির মৃত্যুতে “আলোকিত স্বপ্নের বিডি”-এর সম্পাদকের গভীর শোক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ ওসমান হাদির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অনলাইন নিউজ প্ল্যাটফর্ম “আলোকিত স্বপ্নের বিডি”-এর সম্পাদক শেখ মিজানুর রহমান।

এক শোকবার্তায় সম্পাদক বলেন, ওসমান হাদি ছিলেন সাহসী, প্রতিবাদী ও ন্যায়ের পক্ষে আপসহীন একজন মানুষ। অন্যায়ের বিরুদ্ধে তার সোচ্চার ভূমিকা এবং তরুণ সমাজকে সচেতন ও সংগঠিত করার প্রচেষ্টা তাকে আলাদা পরিচিতি এনে দেয়। তার আকস্মিক ও নির্মম মৃত্যু শুধু তার পরিবার বা সহকর্মীদের জন্য নয়, বরং জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

শোকবার্তায় আরও বলা হয়, ওসমান হাদির জীবন ছিল সংগ্রাম ও আত্মত্যাগে ভরা। তিনি সবসময় অন্যায়, সন্ত্রাস ও অবিচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তার কণ্ঠ ছিল নিপীড়িত মানুষের পক্ষে, তার সাহস ছিল তরুণদের অনুপ্রেরণা।

সম্পাদক মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

শেষে তিনি বলেন, ওসমান হাদির আদর্শ ও সংগ্রাম নতুন প্রজন্মের মাঝে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রেরণা হয়ে থাকবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102