বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন শেখ মিজানুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আলোকিত স্বপ্নের বিডি এর সম্পাদক ও প্রকাশক শেখ মিজানুর রহমান। এক শুভেচ্ছা বার্তায় তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেখ মিজানুর রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই বিজয় আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার প্রতীক। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ গঠন, গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, বিজয় দিবস আমাদের জন্য শুধু আনন্দের দিন নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার শপথ নেওয়ার দিন। দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও বেগবান করতে সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102