শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল জানান, দলের পক্ষ থেকে তারেক রহমানকে স্বাগত জানানো হবে।

২০০৭ সালের এক-এগারোর পটপরিবর্তনের পর তারেক রহমান গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান এবং সেই দেশেই অবস্থান করছেন।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজা বাতিল হয় এবং কিছু মামলায় আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পান। এরপর থেকে দেশে ফেরার বিষয়টি সরগরম ছিল।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবনতি দেখা দিলে ধারণা করা হচ্ছিল, তারেক রহমান দ্রুত দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। লন্ডন থেকে তিনি নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে উল্লেখ করেন, এমন সংকটকালে মায়ের স্নেহ-স্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও রয়েছে। তবে সিদ্ধান্ত গ্রহণ এককভাবে আমার হাতে নয়।

তিনি আরও জানান, রাজনৈতিক বাস্তবতার পরিস্থিতি যখন উপযুক্ত পর্যায়ে পৌঁছাবে, তখন স্বদেশ প্রত্যাবর্তনের দীর্ঘ প্রতীক্ষা শেষ হবে।

সরকার বিভিন্ন পর্যায়ে জানিয়েছে, তারেক রহমানের দেশে ফেরার পথে কোনো বাধা নেই।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102