শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন

মাদারীপুর-১ আসনে মনোনয়ন বঞ্চিত কামালের সমর্থনে মশাল মিছিল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা নেতা কামাল জামান মোল্লাকে মনোনয়ন না দেওয়া এবং পূর্বে প্রদত্ত তার নমনিনেশন স্থগিতের প্রতিবাদে শিবচরে অনুষ্ঠিত হয়েছে বিশাল মশাল মিছিল।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় শিবচরের হাতিরবাগান মাঠ থেকে ৭১ সড়ক পর্যন্ত হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে এই মশাল মিছিল বের হয়। মিছিল ঘিরে পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে। মিছিলকারীদের একটাই দাবি, ‘মনোনয়ন ফিরিয়ে দিন কামাল জামান মোল্লাকে।’

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে কামাল জামান মোল্লা অভিযোগ করে বলেন, ‘শিবচরে জনগণের দাবির ভিত্তিতে আমাকে নমিনেশন দেওয়া হয়েছিল। কিন্তু একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে সেই মনোনয়ন স্থগিত করিয়েছে এবং অন্য একজনকে মনোনয়ন দিয়েছে। আমি জানি না তাকে কে বা কারা মনোনয়ন দিয়েছে। শিবচরের জনগণ তাকে চায় না।’তিনি আরও বলেন, ‘আমি ১৭ বছর রাজপথে আছি। বিএনপির এমন কোনো কর্মসূচি নেই যেখানে আমি অংশ নিইনি। দলের জন্য জেল খেটেছি, ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হয়েছে, নির্যাতন সহ্য করেছি। তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে মাঠে ছিলাম সবসময়। আর যাকে নমিনেশন দেওয়া হয়েছে, তিনি শিবচরে কোনো মিছিল-মিটিং করেননি।’

তার দাবি, শিবচরে যদি আমাকে মনোনয়ন না দেওয়া হয়, তাহলে এখানে বিএনপি এমপি হারাবে। এতে আওয়ামী লীগ আরও শক্ত অবস্থানে যাওয়ার সুযোগ পাবে। আর আমাকে মনোনয়ন দিলে শিবচরে আওয়ামী লীগ কোনো সুযোগই পাবে না।

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, শিবচরের তৃণমূল বিএনপি কামাল জামান মোল্লার পক্ষে ঐক্যবদ্ধ। হঠাৎ করে বাইরে থেকে একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে, যাকে তৃণমূলের কেউ চেনেন না এবং যিনি দীর্ঘদিন এলাকার রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন।মিছিলে স্লোগান ওঠে, ‘শিবচরের দাবি এক—কামাল জামান মোল্লা এমপি হোক’, ‘নমনিনেশন ফিরিয়ে দাও—তৃণমূলের সিদ্ধান্ত মানো।’

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি ছিল শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ। কয়েক হাজার মানুষ হাতে মশাল নিয়ে একসঙ্গে পদযাত্রা করেন। পুরো শিবচরে ছিল উৎসবমুখর, তবে ক্ষোভমাখা জনমতের প্রকাশ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102