কুষ্টিয়ার খোকসায় এক রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র উদ্ধার হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় খোকসা থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন দৈনিক রূপালী বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাসদস্যদের একটি দল খোকসার ওসমানপুর গ্রামের সোহাগ হোসেনের বাড়িতে অভিযান চালায়। বৃহস্পতিবার রাতে ওসমানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কলপাড়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি পিস্তল, একটি ওয়ান শুটারগান, গুলি, দেশীয় চাকু ও হাঁসুয়া উদ্ধার করা হয়। সোহাগ হোসেন একজন রাজমিস্ত্রি হিসেবে এলাকায় পরিচিত।