শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন

বিএনপি বা জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না এনসিপি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

জাতীয় নির্বাচনের আগে বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট গঠনের সম্ভাবনাকে এখনই বাতিল করছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, দেশের মধ্যমপন্থি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে এবং খুব শীঘ্রই একটি বড় আকারের জোটের ঘোষণা আসতে পারে। এই জোট আগামী নির্বাচনে দেশের ৩০০টি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্কে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ এলাকায় আয়োজিত একটি সভার পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস আলম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আগে আমরা জোট ঘোষণার একটি তারিখ ঠিক করেছিলাম। কিন্তু এখন আমরা মনে করি, এই জোটের রূপরেখা আরও বিস্তৃত হওয়া উচিত। আশা করি খুব শীঘ্রই বড় পরিসরে আমাদের এই জোট আত্মপ্রকাশ করবে। আমাদের পরিকল্পনা অনুযায়ী, এই জোট থেকে বাংলাদেশের ৩০০টি আসনেই প্রার্থী দেওয়ার কথা রয়েছে।’সারজিস আলম জোটের আদর্শিক অবস্থানও তুলে ধরে বলেন, ‘যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেবে, দেশের মানুষের অনুভূতি বা ‘মুসলিম সেন্টিমেন্ট’কে সমর্থন করবে এবং আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বজায় রাখতে সক্ষম, তাদের সঙ্গেই আমাদের জোট গঠিত হবে।’

সভায় এনসিপি জেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরের জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত অর্থের তালিকাও ঘোষণা করা হয়। এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন জেলা নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জুলফিকার আলম নয়ন, যুগ্ম সমন্বয়কারী আব্দুল লতিফ, তানবিরুল বারী নয়নসহ এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় মসজিদ ও মন্দির কমিটির সদস্যরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102