শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন

প্রচারণায় স্মার্ট বিলবোর্ড, আলোচনায় ঢাকা-১৭ আসনের প্রার্থী জায়েদ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। প্রচলিত পোস্টার, হ্যান্ডবিল, অপচনশীল প্ল্যাকার্ড ও নির্বাচনি বিধি লঙ্ঘন করে বিভিন্ন এলাকায় পোস্টার সয়লাব হলেও ব্যতিক্রমী প্রচারণা কৌশল গ্রহণ করে আলোচনায় এসেছেন ঢাকা-১৭ আসনের সর্বকনিষ্ঠ তরুণ প্রার্থী, এনসিপি মনোনয়নপ্রত্যাশী মো. রেজায়ে রাব্বি জায়েদ।

ঢাকার অভিজাত এলাকা গুলশান, বনানী, বারিধারা, মহাখালী, সেনানিবাস ও ভাসানটেক নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে প্রচলিত কাগজের পোস্টারের পরিবর্তে প্রথমবারের মতো ইকো-ফ্রেন্ডলি ইলেকশন ক্যাম্পেইন চালাচ্ছেন এই তরুণ প্রার্থী। নগরীর বিভিন্ন স্থানে বিদ্যমান ডিজিটাল স্মার্ট বিলবোর্ড ব্যবহার করে তিনি পরিবেশবান্ধব প্রচারণায় নজর কেড়েছেন ভোটারদের।কিছু দিন আগে সাংবাদিক কেফায়েত শাকিল তার ফেসবুকে ‘ঢাকায় প্লাস্টিক দূষণ রোধে নগরীর ডিজিটাল বিলবোর্ড ব্যবহার করে প্রচারণায় প্রথম স্মার্ট এমপি প্রার্থী পাওয়া গেল—তিনি হলেন ঢাকা-১৭ আসনের এনসিপি মনোনয়ন প্রত্যাশী মো. রেজায়ে রাব্বি জায়েদ’ এমন শিরোনামে একটি পোস্ট দিলে তা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরপর থেকেই তরুণ এই প্রার্থী ব্যাপক আলোচনায় আসেন।

পরিবেশবান্ধব প্রচারণা সম্পর্কে রূপালী বাংলাদেশকে জায়েদ বলেন, ‘দেশ গড়ার প্রত্যয়ে আগামী নির্বাচনে আমি ব্যতিক্রমী, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব প্রচারণার মাধ্যমে রাজনীতিতে পরিবর্তনের যাত্রা শুরু করেছি। ভোটাররা প্রশংসা করছেন এবং ইতিবাচক সাড়া দিচ্ছেন।’

তরুণদের উদ্দেশে প্রতিশ্রুতির কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি নির্বাচিত হলে তরুণদের বেকারত্ব দূরীকরণের পাশাপাশি ঢাকা-১৭ আসনকে প্লাস্টিক দূষণমুক্ত এলাকায় রূপান্তর করব, ইনশাআল্লাহ।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102