শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২২ অপরাহ্ন

খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার প্রস্তুতি চলছে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নেওয়ার প্রস্তুতি চলছে। তবে তিনি সতর্ক করে বলেছেন, এই মুহূর্তে খালেদা জিয়া ফ্লাই করার মতো শারীরিক অবস্থায় নেই।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অসুস্থ খালেদা জিয়ার খোঁজ খবর নিতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

মান্না বলেন, চিকিৎসকরা তেমন আশাবাদের কথা বলেননি। দেশবাসীকে দোয়া করতে বলেছেন। গতকালের মতোই সংকটাপন্ন পরিস্থিতি, কোনো উন্নতি বা অবনতি হয়নি।

খালেদা জিয়া বর্তমানে নানা জটিল রোগে আক্রান্ত। প্রায় ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে আছেন, যেখানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা ধারাবাহিকভাবে নিবিড় পর্যবেক্ষণ করছেন।ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, দেশ-বিদেশের চিকিৎসক দল সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিক সেবা দিয়ে যাচ্ছেন। বন্ধুপ্রতীম রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসাসহ সম্ভাব্য সকল সহযোগিতার আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়েছে।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এ সময় আশা প্রকাশ করেছেন, খালেদা জিয়ার চিকিৎসা সর্বোচ্চ মনোযোগের সঙ্গে চলবে এবং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102