শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন

ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই নারীর প্রতি সহিংসতা বন্ধ হবে: হেলাল উদ্দিন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

ঢাকা-৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতন বন্ধ করা সম্ভব নয়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মতিঝিল দক্ষিণ থানা জামায়াতে ইসলামী আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হেলাল উদ্দিন দাবি করেন, ‘যারা নারীর স্বাধীনতার কথা বলেন তারাই ক্ষমতায় থাকতে নারী ও শিশুর প্রতি নির্যাতনের ঘটনা বাড়িয়েছেন এবং সমাজে বেহায়াপনা বিস্তার করেছেন। ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে নারী-শিশুর নিরাপত্তা, অধিকার এবং মর্যাদা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত হবে।’তিনি বলেন, ‘আল্লাহর আইনে নারী-পুরুষ কিংবা ধর্ম-বর্ণের কোনো বৈষম্য নেই। তাই দলমত নির্বিশেষে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই।’ মানব রচিত আইনে সমাজে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়—এই মন্তব্য করে তিনি জানান, আল্লাহর জমিনে চলবে আল্লাহর আইনই।

নারীদের উদ্দেশে বক্তব্যে তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে নারীসমাজ অগ্রণী ভূমিকা রাখতে পারে।’

আগামী নির্বাচনে সন্ত্রাসী ও চাঁদাবাজদের বয়কট করে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এতে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, বৈষম্যহীন একটি মানবিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হবে।’

জুলাই বিপ্লবকে নতুন বাংলাদেশ নির্মাণের চেতনা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘জুলাই শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা জাতি কোনো দিন ক্ষমা করবে না।’গণভোটে ‘না’ ভোট দেওয়ার প্রচারণাকারীদের তিনি দেশ ও জাতির দুশমন হিসেবে উল্লেখ করেন। তাদেরকে আওয়ামী লীগের গুপ্ত দোসর বলেও অভিহিত করেন।

বিএনপি নেতা ফজলুর রহমানের সাম্প্রতিক বক্তব্য নিয়ে তিনি বলেন, ‘জুলাই যোদ্ধাদের নিয়ে ব্যঙ্গ করা, আদালত অবমাননা—এসব বক্তব্যের বিরুদ্ধে বিএনপি সংগঠনিক ব্যবস্থা না নিলে ধরে নিতে হবে এগুলো বিএনপির দলীয় বক্তব্যই।’

জামায়াত নেতা আরও বলেন, ‘যে আওয়ামী লীগ খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দি রেখে শারীরিকভাবে অচল করে দিয়েছে, সেই দলের অপরাধীদের মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি না দিয়ে বরং তাদের বিচারে সহযোগিতা করা উচিত। তিনি বিএনপিসহ দেশের সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলকে নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।’সমাবেশটির সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও মতিঝিল দক্ষিণ থানা আমির মাওলানা মোতাসিম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ঢাকা-৮ আসনে জামায়াতের নির্বাচন পরিচালক মুহাম্মদ শামছুর রহমান। এ ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা-৮ এলাকার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

এর আগে পল্টন থানা জামায়াতে ইসলামী (মহিলা বিভাগ) আয়োজিত একটি নির্বাচনি উঠান বৈঠকে অংশ নেন অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। পল্টন থানা আমির শাহীন আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেই বৈঠকে থানা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102