আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। সকাল ৬টায় সরকারি, বেসরকারি , স্কুল, কলেজ, মাদ্রাসা, সাংবাদিক সংস্থা সহ সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এর পরপরই মুজিব শতবর্ষ উপলক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মূরালে পুষ্প অর্পণ করে।
পুষ্প অর্পণ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড. এম.এ কাদের মিয়া, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান, বিচার বিভাগের পক্ষে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, আমতলী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসনের পক্ষে সহকারি পুলিশ সুপার (আমতলী ও তালতলী সার্কেল) ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আমতলী থানা , উপজেলা আওয়ামী যুবলীগ, পৌর যুবলীগ, উপজেলা শ্রমিক লীগ, উপজেলা ছাত্র লীগ, আমতলী সাংবাদিক ক্লাব, আমতলী রিপোর্টার্স ইউনিটি, আমতলী প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন।