সাক্ষাতের শুরুতে মিস হুমা খান ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
বৈঠকে তারা বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি, গুম, খুন এবং এর বিচারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। মিস হুমা খান জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উত্থাপিত সংস্কার প্রস্তাবগুলো সম্পর্কে জানতে চাইলে ডা. শফিকুর রহমান এর বিভিন্ন দিক তুলে ধরেন।
উল্লেখ্য, গত ২৯ জুলাই জাতিসংঘের মানবাধিকার সংস্থার উদ্যোগে আয়োজিত ‘জুলাই স্মরণ সভায়’ ডা. শফিকুর রহমানের ঐতিহাসিক বক্তব্যের জন্য মিস হুমা খান তাকে ধন্যবাদ জানান। বৈঠক শেষে ডা. শফিকুর রহমান জামায়াতে ইসলামীর প্রকাশিত ‘জুলাই শহীদদের’ নিয়ে লেখা ১২ খণ্ডের ইংরেজি বই উপহার হিসেবে দেন।







