শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন

জাপার হয়ে রিফাইন্ড আ.লীগের আইডিয়া ভারতের দেয়া : সারজিস

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

রিফাইন্ড আওয়ামী লীগের আইডিয়া ভারতের দেয়া আইডিয়া। এই আইডিয়া এই বাংলাদেশে বাস্তবায়ন হবে না অভ্যূত্থান পরবর্তী বাংলাদেশে। এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম।

তিনি শনিবার পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলা পার্ক এলাকায় পঞ্চগড় জেলা কুলি শ্রমিক ইউনিয়নের সদস্যদের সাথে মতবিনিময় সভা শেষে এ মন্তব্য করেন।

সারজিস বলেন, আমরা স্পষ্ট করে একটা কথা বলি, এই বাংলাদেশে যারা ২০০৯ এ বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে। শাপলায় আমাদের নিরীহ আলেম ভাইদের উপরে নৃশংস হত্যাকা- ঘটিয়েছে। এই ২৪ এর অভ্যূত্থানে হাজারের অধিক ছাত্রজনতাকে খুন করেছে। সেই খুনিরা কখনো বাংলাদেশে রাজনীতি করতে পারেনা। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি চোরে চোরে মাস্তাতো ভাই বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এক চোর দেশ ছেড়ে পালিয়েছে। যেই চোর এতোদিন তাদের ছায়াতলে ছিলো সেই চোর এখন তাদের ব্যানারে তাদের আশ্রয় দেয়ার কথা বলছে। চুরি বাটপারি ছাড়া আওয়ামী লীগের কেউ নেতা হয়নি।

তিনি বলেন, যেভাবে আওয়ামীলীগের সকল দলীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেভাবেই তাদের বড় দোসর জাতীয় পার্টিরও সকল কর্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আওয়ামী লীগ ও তাদের বি টিম জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতিতে চিরতরে নিষিদ্ধ করতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনাদের ফ্যাসিস্টদের প্রতি নমনীয় আচরণ আপনাদের প্রতি বাংলাদেশের মানুষের আস্থার সংকট তৈরি করছে। আপনাদের কাজ হলো খুনিদের বিচারের মঞ্চে নিয়ে যাওয়া।

তিনি আরো বলেন, পঞ্চগড়ে ছাত্রদল স্কুলগুলো কমিটি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের পায়তারা করছে। তারা স্কুলের শিক্ষার্থীদের রাজনীতির মধ্যে ঢুকিয়ে অপরাজনীতির চক্রে ঢুকাবে। সেখানে মাদকের ব্যবসা শুরু করবে, চাঁদাবাজি করবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102