মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন

বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিঃ মৃত্যুদাবি ও এস.বি চেক হস্তান্তর এবং পুরস্কার বিতরণ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২০

তানজিলা আক্তার রুবি, নেত্রকোনা প্রতিনিধিঃ বাংলাদেশে বীমা পলিসি অর্থ মন্ত্রণালয়ের বড় একটা অংশ হিসেবে কাজ করছে। বীমা কোম্পানিগুলো জাতীয় ভাবে স্বীকৃতি পেয়েছে ১ই মার্চ ২০২০ জাতীয় বীমা দিবস হিসেবে পালিত হয়েছে। তার মধ্যে একটি বীমা বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিঃ যার লক্ষ ” ডিজিটাল অর্থনীতি নির্ভর বাংলাদেশ গড়াই বেস্ট লাইফ লক্ষ্য “।

২৯আগস্ট শনিবার সকাল ১০টায় নেত্রকোণা জেলায় বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিঃ মৃত্যুদাবী ও এস.বি চেক হস্তান্তর এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্সে নেত্রকোণা জোন সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট মোঃ মাসুম হাসান জামাল এবং পরিচালনা করেন ডি.সি নেত্রকোণা জোন মোছাঃ শিউলী আক্তার ও মোঃ হাবিবুর রহমান।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিঃ উদ্যোক্তা পরিচালক ড.মিসেস নাদিয়া বিনতে আমিন।এ অনুষ্ঠানে উপস্থিত প্রধান বক্তা অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ খোরশেদ আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইভিপি, জামালপুর জোন মোঃ শামীম মিয়া, ডিভি সি ময়মনসিংহ জোন মোঃ শাহীন মিয়া, নেত্রকোণা জোন হতে আরসি সাইফুল ইসলাম বাচ্চু এবং কে এম শামছুল আলম। এছাড়াও উপস্থিতছিলেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিঃ সার্বিক সহযোগিতায় নেত্রকোণা জোনের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।

এ আলোচনায় নেত্রকোণা জোনের নিজস্ব অফিস এবং এফ ও ব্রান্ঞ ম্যানেজার দের বেতনের আওতাধীন আনার জন্য দাবি জানান

প্রধান বক্তা মোঃ খোরশেদ আলম সবাইকে বীমার আওতাধীন আনার জন্য সর্বচেষ্টা করতে হবে এবং দাবি গুলো রাখার চেষ্টা করবেন বলে জানায় ।

ইনচার্জ মাসুম হাসান জামাল বলেন,”বীমা করবো গড় দেশ উন্নয়নের বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে এগিয়ে যেতে চাই বেস্ট লাইফ ইন্স্যুরেন্সে নেত্রকোণা জোন বেস্ট লাইফ ইন্স্যুরেন্সে গ্রাহক বা কর্মী বাড়াতে হবে।

আলোচনা শেষে এসবি চেক এবং পুরস্কার বিতরণ করেন। এ লটারী প্রিমিয়ার করা কর্মীরা মধ্যে অংশ নেন, বিজয়ীদের মধ্যে ১ম পুরষ্কার ১টি ফ্রিজ, ২য় ২৪” এল ইডি টিভি, ৩য় ১০টি মোবাইল এবং ৪থ ৫টি ছাতা বিতরণ করেন ।

১ম পুরস্কার বিজয়ী ব্রাঞ্চ ম্যানেজার রেশমা আক্তা, ২য় বিজয়ী তোফাজ্জল হোসেন।

 

এএসবিডি/আরএইচএস

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102