সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ০৯:২৪ অপরাহ্ন

চিলমারী হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২০

নুরআলম নাহিদ, চিলমারীঃ করোনায় আক্রান্ত শ্বাসকষ্টের রোগীদের নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব, এবিএম সরওয়ার-ই- আলম সরকার জীবন এর পক্ষ থেকে আজ ২৯ আগস্ট দুপুর ১২ টায় একটি অক্সিজেন কনসেনট্রেটর চিলমারী উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদান করা হয়।

কু‌ড়িগ্রাম জেলার চিলমারী উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে কনসেনট্রেটর প্রদানের সময় চিলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপ‌তি ও উপজেলা চেয়ারম্যান বীর বিক্রম শওকত আলী, সাধারস সম্পাদক ও ভাইস চেয়ারম‌্যান আব্দুল কুদ্দুস, উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডাঃ আ‌মিনুল ইসলাম, নাজিম খাঁন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আকবর আলী সরকার, উলিপুর উপজেলা আওয়ামী লী‌গের সা‌বেক সভাপ‌তি আব্দুল ম‌জিত হা‌ড়ি, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওমর ফারক মঙ্গা, থেতরাই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, রে‌ডিও রংপুর ও চিলমারীর প্রতি‌নি‌ধি আহসান, ছাত্রলীগ নেতা জয় সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

করোনায় গুরুতর আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় অক্সিজেন খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে তখন নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের কোন বিকল্প থাকে না। কনসেনট্রেটরটি চিলমারী উপ‌জেলার করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় অ‌নেক উপকারে আসবে বলে অভিমত ব‌্যাক্ত ক‌রেন চিলমারী উপজেলা চেয়ারম‌্যান ও স্বাস্থ্য কর্মকর্তা।

 

এএসবিডি/আরএইচএস

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102