শেখ শহীদুল্লাহ্ আল আজাদ. রূপসাঃ খুলনা জেলার রূপসা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে রূপসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও ২১আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের এবং দলীয় নেতাকর্মীদের স্বরণে এক সভা রূপসা উপজেলায় আজ বেলা ১১টার সময় অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স’ এর মাধ্যমে আলোচনা করেন খুলনা-৪আসনের মাননীয় সাংসদ আব্দুস সালাম মূশের্দী।
রূপসা উপজেলা আওয়ামীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে সভায় সভাপতিত্বে করেন রূপসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা।
বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ সরুফুউদ্দিন বিশ্বাস বাচ্চু, খুলনা জেলা কৃষকলীগের সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, অধ্যক্ষ ফ ম আঃ সালাম, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আঃ মজিদ ফকির, খুলনা জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, রূপসা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আইয়ুব মল্লিক বাবু, সৈয়দ মোরশেদুল আলম বাবু, আরিফুর রহমান মোল্লা, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার।
রূপসা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ইমদাদ হোসেন ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামানের পরিচালনায় বক্তৃতা করেন
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গির হোসেন মুকুল, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, ভাইস চেয়ারম্যান ফারহানা অাফরোজ মনা, সাবিনা ইয়াসমিন, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, আলহাজ্ব এসহাক সরদার, শেখ মোঃ মারুপ, নাসির হোসেন সজল, আকতার ফারুক, স ম জাহাঙ্গির, সাবেক চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান , মোঃ রকিব উদ্দিন, মোঃ ওহিদুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি রুহুল আমিন রবি, সাধারণ সম্পাদক রাজিব দাস, মোস্তাফিজুর রহমান, দিলু মোল্লা, আরিফুজ্জামান লিটন, আসাদুজ্জামান, বাদশা মিয়া,রবিউল বিশ্বাস, জিন্নাহ গাজী, সাবিনা ইয়াসমিন মনির মোল্লা, শেখ ফরিদ,নাজির হোসেন, সুব্রত বাগচী, আজিজুল ইসলাম,মমতা হেনা জোসনা প্রমূখ।
সভায় প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারে গ্রেনেড হামলায় নিহত সকল নেতাকর্মী ও খুলনার সকল নেতাকর্মীদের নিহতের প্রতি শ্রদ্ধা জানান।
এছাড়া দেশের উন্নয়ন বাধা সৃষ্টি করার জন্য এক শ্রেণী মানুষ অপপ্রচার চালাচ্ছে। তাদের কে উপেক্ষা করে সকলকে ঐক্যবন্ধ হয়ে
দেশের উন্নয়নে অংশ গ্রহন করার আহবান জানান।
এএসবিডি/আরএইচএস