শরিফা বেগম শিউলী, রংপুর প্রতিনিধিঃ সবাই মিলে দিব কর – দেশ হবে স্বনির্ভর। “স্বচ্ছ ও আধুনিক করসেবা প্রদানের মাধ্যমে করদাতা বান্ধব পরিবেশ নিশ্চিতকরণ” এই স্লোগান সামনে রেখে স্বাস্থ্য বিধি মেনে ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস ২০২০ উপলক্ষে রংপুর কর অঞ্চল এর উদ্যোগে র্যালী বের করা হয়। গতকাল সোমবার সকালে কাচারী বাজার রংপুর কর অফিসের সামনে রংপুর কর অঞ্চল এর আয়োজনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালীর উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর কর অঞ্চলের কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মোঃ মঞ্জুর আলম, যুগ্ম কর কমিশনার মোঃ আশরাফুল ইসলাম, উপ-কর কমিশনার সুমন কুমার বর্মণ, রংপুর প্রেস ক্লাবের সভাপতি রশিদ বাবু ।
এছাড়াও র্যালীতে অংশ করেন রংপুর ট্যাক্সেস বার এর সভাপতি ও সাধারণ সম্পাদক, সাংবাদিক মহল সহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।