শেখ শহীদুল্লাহ্ আল আজাদ. রূপসাঃ খুলনা জেলার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন এর শিয়ালী এলাকাবাসী বাংলাদেশ পুলিশের একজন সদস্য শুভজিং বৈরাগী.(২৭) গতকাল রাত ৯টার পর রূপসা উপজেলা সাস্থ্য কমপ্রেস এ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।
এ দিকে রূপসা উপজেলা সাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা মোঃ আনিছুর রহমান জানান, মৃত্যু শুভজিং বৈরাগী.(২৭) এর করোন টেষ্ট জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে নমুনা পাঠানো হয়েছে, তিনি আরো বলেন করোনা উপসর্গে মৃত্যু শুভজিং বৈরাগীর স্ত্রী ৮ তার স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা।
এএসবিডি/আরএইচএস