শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন

৫ আগষ্টের পর মানুষও বিএনপির কাছে ভালো কিছু প্রত্যাশা করে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের মধ্যে গণতান্ত্রিক চর্চা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

শনিবার (৯ আগস্ট) রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে অনুষ্ঠিত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জাতীয় সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর দেশের মানুষ ভালো পরিবর্তনের প্রত্যাশা করছে, আর নিরপেক্ষ মানুষও বিএনপির কাছেই সবচেয়ে বেশি আশা রাখছে।

তিনি গণতন্ত্রের ভীত ধীরে ধীরে শক্তিশালী করা, সঠিক ও স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার ওপর জোর দেন। রাষ্ট্র পুনর্গঠনে ৩১ দফা বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে তারেক রহমান বলেন, এসব সংস্কার প্রস্তাব বিএনপি আড়াই বছর আগে সমমনা দলগুলোকে নিয়ে জাতির সামনে উপস্থাপন করেছিল। জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে এসব দফা সবার অংশগ্রহণে বাস্তবায়ন করা হবে। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102