শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন

নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিকসহ এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইশতেহার ঘোষণা করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার (৩ আগস্ট) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপি আয়োজিত সমাবেশে ইশতেহার ঘোষণা করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, শহীদ মিনারে দাঁড়িয়ে ‘নতুন বাংলাদেশের’ ২৪ দফা ইশতেহার ঘোষণা করছি।

ইশতেহারের মধ্যে বলা হয়েছে—

(১) নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক, (২) জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার (৩) গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, (৪) ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা ও আইন সংস্কার, (৫) সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন, (৬) জনবান্ধব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, (৭) গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার, (৮) স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ, (৯) সার্বজনীন স্বাস্থ্য, (১০) জাতিগঠনে শিক্ষানীতি, (১১) গবেষণা, উদ্ভাবন ও তথ্যপ্রযুক্তি বিপ্লব, (১২) ধর্ম, সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা, (১৩) নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন, (১৪) মানবকেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি, (১৫) তারুণ্য ও কর্মসংস্থান, (১৬) বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন নীতি, (১৭) টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব, (১৮) শ্রমিক-কৃষকের অধিকার, (১৯) জাতীয় সম্পদ ব্যবস্থাপনা, (২০) নগরায়ণ, পরিবহণ ও আবাসন পরিকল্পনা, (২১) জলবায়ু সহনশীলতা ও নদী-সমুদ্র রক্ষা, (২২) প্রবাসী বাংলাদেশির মর্যাদা ও অধিকার ও (২৩) বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি।

ইশতিহার ঘোষণার আগে নাহিদ বলেন, আমরা এমন একটা রাজনৈতিক দল গঠন করব, সেখানে স্বৈরাচার ফিরে আসতে পারবে না।

এর আগে, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, আজ নতুন বাংলাদেশের যে ইশতেহার ঘোষিত হবে, সেই ইশতেহার হবে আমাদের পথপ্রদর্শক। সেই ইশতেহার অনুসরণ করে প্রতিটা সংকট ও সমাধানের পথ আমরা খুঁজে নেব।

আখতার বলেন, এনসিপি বাংলাদেশের সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে সব জাতিসত্তাকে সঙ্গে নিয়ে, নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। নতুন বাংলাদেশের যে বার্তা আমরা দিতে চাই, সেটি দৃঢ় প্রতিজ্ঞ থেকে আমরা বাস্তবায়ন করে যাব, ইনশাআল্লাহ।

এর আগে বিকেল ৪টার পর থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। সমাবেশে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102