“শ্রমিকের ঐক্যে নব যাত্রা—সংগ্রাম থেকে সংগঠন, সংগঠন থেকে বিকল্প শক্তি!” এই স্লোগানকে সামনে রেখে আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শ্রমিক উইং-এ যোগদান অনুষ্ঠান।
অনুষ্ঠানে অভ্যুথানকারী ছাত্র শ্রমিক জনতার আহ্বায়ক আরমান হোসাইন, সংবাদ কর্মী ও লেখক শিবলী আহমেদ, রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি আহমেদ ইসহাক, সিবিএ নেতা ও বিলসের সদস্য এস এম খলিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মৌলবীবাজার জেলার নেত্রী ও চা শ্রমিক সংগঠক তানজিয়া শিশির, শ্রমিক নেতা নুর আলম, সাবেক গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নেতা ফাহিমা শিকদার, অভ্যুত্থানকারী ছাত্র শ্রমিক জনতার নেতা সুজন শেখ, পল্লী বিদ্যুৎ সমিতির নেতা কাজী ইউসুফ কবির, শ্রমিক অধিকার পরিষদ কুমিল্লা জেলার সাবেক সভাপতি ফজলে এলাহি রুবেল ও কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আউয়াল সাগর, রিকশা চালক নেতা ফরিদুল ইসলাম, ইমারত শ্রমিক নেতা কামাল হোসেন সহ ৯২ জন বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে আগত শ্রমিক নেতা আনুষ্ঠানিকভাবে এনসিপি-তে যোগদান করেন।
তাঁদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক জনাব নাসীরুদ্দীন পাটওয়ারী।
প্রধান বক্তা ছিলেন ঋআজ মোর্শেদ, যুগ্ম মুখ্য সমন্বয়ক, এনসিপি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাজহারুল ইসলাম ফকির, প্রধান সমন্বয়কারী, এনসিপি শ্রমিক উইং।
এছাড়াও বক্তব্য রাখেন এনসিপি শ্রমিক উইং-এর যুগ্ম সমন্বয়কারী আব্দুল বারেক, সজিব ওয়াফি এবং আল আমিন।
এই অনুষ্ঠান শ্রমিক রাজনীতির নতুন ধারার সূচনা এবং শোষণমুক্ত সমাজ গঠনে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।