শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন

খুবিতে শহিদ মীর মুগ্ধ’র স্মরণে অফিসার্স কল্যাণ পরিষদের দোয়া ও বৃক্ষরোপণ

ফাহাদ হোসেন,খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ-এর প্রথম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের উদ্যোগে আজ ২০ জুলাই (রবিবার) দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
দুপুরে প্রশাসনিক ভবন সংলগ্ন মসজিদের পার্শ্ববর্তী স্থানে বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচি প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী।
অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি আবদুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলীর সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, গণিত ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ আজমল হুদা, খান বাহাদুর আহছানউল্লাহ হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান, মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টারের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ শাহজালাল, আইআইএসএসসিই’র পরিচালক প্রফেসর ড. মোঃ রায়হান আলী, গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ হায়দার আলী বিশ্বাস।
মুগ্ধ’র শাহাদাৎবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ আতিয়ার রহমান ও সদস্য-সচিব মোঃ সফিকুল ইসলাম এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন চিফ মেডিকেল অফিসার ডা. কানিজ ফাহমিদা, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ শারাফাত আলী, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবু সালেহ মোঃ পারভেজ, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মিজানুর রহমান খান, লিগ্যাল সেলের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস এম শাকিল রহমান, জাবেদ এলাহী, গাজী আলাউদ্দিন আহমেদ, এস এম জাকির হোসেন, এস এম আব্দুল্লাহ শাহানুর কবীর অয়ন, এস আতিকুর রহমান, মোঃ সিরাজুল ইসলাম জুয়েল, শেখ আফসার উদ্দিন, কাজী মোঃ ফেরদৌস, মোঃ আশিক সিদ্দিকী, শেখ মোঃ আব্দুল্লাহ, কাজী জালাল উদ্দিন, রবিউল ইসলাম, মোঃ শামীম রহমান, কুদরতে এলাহী রঞ্জু, মোঃ আলমগীর হাবীব সাগর, মোঃ জসিম উদ্দিন, সরদার সিরাজুল ইসলাম, নার্গিস সুলতানা, কাজী আবু খালিদ, মোঃ ফেরদৌস, ছাত্র সমন্বয়ক আয়মান আহাদ ও সাঈফ নেওয়াজসহ শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এর আগে বাদ জোহর শহিদ মীর মুগ্ধসহ সকল শহিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পেশ ইমাম ক্বারী মুস্তাকিম বিল্লাহ।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102