নুরআলম নাহিদ, চিলমারীঃ কুড়িগ্রামের চিলমারীতে বন্যার্তদের মাঝে রোটারি ক্লাব অফ উত্তরা লেক ভিউ এর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে চিলমারী থানাহাট এ ইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ত্রান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম।
এসময় উপস্থিত ছিলেন, সাপ্তাহিক যুগের খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, কালিগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ শাহীন মিয়া, কারু শৈলী উদ্যোক্তা হাফিজুর রহমান মিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম রাঙ্গা, জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।
এসময় ১৫০ জন বন্যার্ত পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তেল, লবণ, চিড়া ও সাবান বিতরণ করা হয়।
এএসবিডি/আরএইচএস