২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয়ের ‘অদম্য বাংলা’ ভাস্কর্যের প্রতীকী মূর্তিগুলোর চোখ ও মুখ কালো কাপড়ে বাঁধা হয়েছিল। সেই সময় শহীদ মীর মুগ্ধ তাঁর মৃত্যুর কিছু সময় আগে ফেসবুকে লিখেছিলেন,
“আমার জুনিয়রদের কাছে অনুরোধ : এই কালো কাপড় যেন কখনোও না সরানো হয়। আমি জানি তোমরা যথেষ্ট চেষ্টা করেছ। এটা সব সময় মনে করিয়ে দিবে আমাদের দুর্বলতা এবং পরাধীনতাকে।”
আজ শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ তাঁর ফেসবুক পোস্টে ভাইয়ের সেই আবেগঘন কথাগুলোর একটি স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন,
“খুলনা বিশ্ববিদ্যালয়ের জুনিয়রদের প্রতি অনুরোধ থাকবে, কালকে একদিনের জন্য হলেও এই কালো কাপড় যেনো পরানো থাকে।”
এই আবেগঘন আহ্বানে সাড়া দিয়ে শিক্ষার্থীরা ভাস্কর্যে কালো কাপড় বাঁধার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র চতুর্থ বর্ষের শিক্ষাথী মাহফুজুর রহমান মুন্সী বলেন, “গতবছর ১৭ই জুলাই রাতে নানামুখী চাপে অধিকাংশ শিক্ষার্থী হল ছেড়ে চলে যায়, যারা ছিল তারাও একপ্রকার অসহায় হয়ে প্রতীকী প্রতিবাদ হিসেবে অদম্য বাংলায় কালো কাপড় বেঁধে দেয় এবং মুগ্ধ ভাই শহীদ হওয়ার আগে সোস্যাল মিডিয়ায় জানিয়েছিলেন যেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কাপড় না সরায়।। সেই স্মৃতিকে স্মরণ করতেই আমরা আগামীকাল অদম্য বাংলায় কালো কাপড় বাঁধা কর্মসূচি গ্রহণ করেছি।”