মিয়ানমারে নিষিদ্ধ বিদ্রোহী গোষ্ঠী ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম-ইন্ডিপেন্ডেন্ট (উলফা-আই)-এর পূর্ব সদরদপ্তরে ড্রোন হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
রোববার (১৩ জুলাই) নিষিদ্ধ ঘোষিত উলফা-আই দাবি করেছে, মিয়ানমারে তাদের পূর্ব সদরদপ্তর ভোরে ভারতীয় সেনাবাহিনী ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি নিষিদ্ধ সংগঠনটির এক বিবৃতির বরাতে জানায়, সীমান্তবর্তী এই হামলায় তাদের ১৯ জন ক্যাডার নিহত এবং আরও ১৯ জন আহত হয়েছে।