ভারতের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষীদের ‘বাংলাদেশি’ বলে আটক বা বাংলাদেশে পুশব্যাক করার অভিযোগে গভীর উদ্বেগ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আসাম, ওড়িশা, রাজস্থান, মহারাষ্ট্র ও দিল্লিতে পরিকল্পিতভাবে বাংলা ভাষাভাষীদের লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য—“জনগণনায় বাংলা ভাষা মাতৃভাষা লিখলেই বিদেশি”—তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। বিশেষ করে ওড়িশায় কয়েকদিনে সাড়ে ৩০০ জনকে শুধু বাংলায় কথা বলার জন্য আটক করা হয়েছে বলে দাবি উঠেছে। দিল্লির বাঙালি পাড়ায় পানিবিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার ঘটনাও সামনে এসেছে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি মানবাধিকার ও ভাষাগত বৈচিত্র্যের জন্য বিপজ্জনক সংকেত।