ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং হুমকি ইরানকে জাতীয় নিরাপত্তার জন্য পারমাণবিক অস্ত্র তৈরির কথা বিবেচনা করতে উৎসাহিত করছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার ইরান-বিষয়ক বিশ্লেষক আদলান মারগোয়েভ।
বুধবার (৯ জুলাই) রুশ বার্তা সংস্থা তাসকে তিনি বলেন, “ইসলামী প্রজাতন্ত্রের নিরাপত্তার জন্য হুমকি পুরোপুরি দূর হয়নি—even যুদ্ধ থামলেও যেকোনো সময় তা আবার শুরু হতে পারে।”
মারগোয়েভ জানান, IAEA-র পরিদর্শন সীমিত থাকায় গোপন কর্মসূচি বাস্তবায়ন সহজ হলেও, ইসরায়েলি-মার্কিন গোয়েন্দা নজরদারি সেটি কঠিন করে তুলবে। ফলে গোপন পারমাণবিক কার্যক্রম নতুন উত্তেজনা তৈরি করতে পারে।
তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা খামেনির ২০০৩ সালের ফতোয়া গণবিধ্বংসী অস্ত্র উৎপাদন ও ব্যবহার ইসলামবিরোধী ঘোষণা করেছে। তবে রাজনৈতিক সমঝোতার শেষ সুযোগ হারালে, এবং সামরিক উত্তেজনা ফিরে এলে, “তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরির বিরুদ্ধে আর কোনো যৌক্তিক কারণ নাও থাকতে পারে।”