আরিফুর রহমান, মাদারীপুরঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও কেন্দ্রীয় যুবলীগের সভাপতি,সাধারন সম্পাদকের আহ্বানে মাদারীপুর জেলা আওয়ামিলীগ কার্যালয়ে পৌর সভার ২ ও ৩ নং ওয়ার্ডের বন্যার্ত ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে জেলা যুবলীগ সভাপতি মোঃ আতাহার সরদার নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
জেলা আওতায় দলীয় কার্যালয়ে আজ পৌরসভার ২ ও ৩ নং ওয়ার্ড পুরান বাজার রাজ্জাক হাওলাদার একাডেমি , শান্তি নগর, তরমুগুরিয়া এলাকায় অসহায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামিলীগ প্রচার সম্পাদক মাসুদুর রহমান বাবু শরীফ, উপদপ্তর সম্পাদক ফোরকান আহমেদ, মাদারীপুর জেলা যুবলীগ সভাপতি মোঃ আতাহার সরদার,মাদারীপুর পৌরসভা আওয়ামিলীগ সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোর্শেদ, মাদারীপুর জেলা যুবলীগ সহসভাপতি আবু রেজাউল হক রিজেন, সাংগঠনিক সম্পাদক সোহাগ হাওলাদার, প্রচার সম্পাদক আব্বাস উদ্দীন, মাদারীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময়ে অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, তৈল, আলু বিতরণ করা হয়েছে।
এএসবিডি/আরএইচএস