গতকাল রাত আনুমানিক ৩ টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার শাহজাহান পুর মুন্নাপাড়া গ্রামের স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর রাকিব নামের এক যুবকের উপর তার স্ত্রী রাতের আঁধারে ভয়ানক হামলা চালিয়েছে তার নিষ্ঠুরতার হাত থেকে রক্ষা করতে পারেনি পুরুষাঙ্গ।
দেহ থেকে পুরুষাঙ্গ বিচ্ছিন্ন করে দিয়েছে। গভীর রাতে রকিব চিৎকার করলে তারা বাবা চিৎকার শুনে দরজার নক করে।একপর্যায়ে দরজা খুললে দেখতে পাই ছেলে রক্তাক্ত অবস্থায় ছটপট করছে। এ অবস্হা দেখে রাকিবের বাবা চিৎকার দিলে মানুষ জন জড় হয় লোকজন মেয়েকে ধরে রেখে প্রশাসন কে খবর দেয়। রাকিব বর্তমানে রাজশাহী মেডিকেলে ভর্তি আছে। ডাক্তার জানিয়েছে অবস্থা খুবই সংকটাপন্ন । প্রয়োজনে তাকে ঢাকা হাসপাতালে প্রেরণ করা হবে।
স্হানীয় লোকজন বলেন
“নিজের স্ত্রী হল বিশ্বস্ত জায়গা আর যদি নিজের স্ত্রী রাতের আঁধারে এরকম করবে তা ভাবা যায় যায় না।কতটা পাষণ্ড হলে এরকম ঘটনা ঘটাতে পারে তা কল্পনা করা যায় না।