শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১০ অপরাহ্ন

১২ লাখ শিক্ষার্থী আজ বসছে এইচএসসি পরীক্ষায়

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সারাদেশে একযোগে আজ বৃহস্পতিবার (২৬ জুন) থেকে শুরু হচ্ছে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন, যার মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী।

আজ পরীক্ষা অনুষ্ঠিত হবে সারাদেশে মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে। প্রথম দিনে- সাধারণ ৯ শিক্ষা বোর্ডে ১ হাজার ৬০৫টি কেন্দ্রে বাংলা প্রথম পত্র। মাদ্রাসা বোর্ডে ৪৫৯টি কেন্দ্রে আলিমের কোরআন মাজিদ। কারিগরি বোর্ডে ৭৩৩টি কেন্দ্রে এইচএসসি (বিএম/বিএমটি) পরীক্ষার আয়োজন করা হয়েছে। সব বোর্ডের পরীক্ষাই সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত।

শিক্ষার্থী সংখ্যা (বোর্ডভিত্তিক): ঢাকা বোর্ড: ২,৯১,২৪১ জন, রাজশাহী: ১,৩৩,২৪২, কুমিল্লা: ১,০১,৭৫০, যশোর: ১,১৬,৩১৭, চট্টগ্রাম: ১,০০,১৩৫, বরিশাল: ৬১,০২৫, সিলেট: ৬৯,৬৮৩, দিনাজপুর: ১,০৩,৮৩২, ময়মনসিংহ: ৭৮,২৭৩, মাদ্রাসা বোর্ড (আলিম): ৮৬,১০২, কারিগরি বোর্ড: ১,০৯,৬১১।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান ড. খন্দোকার এহসানুল কবির বলেন, ‘করোনা ও ডেঙ্গুর উচ্চ ঝুঁকির সময়েও পরীক্ষা আয়োজন করা হচ্ছে। তাই স্বাস্থ্যবিধি মেনে চলায় কোনো ছাড় নেই।’

পরীক্ষার কেন্দ্রে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সতর্কতামূলক ব্যবস্থাগুলোর মধ্যে- পরীক্ষার্থীদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক, প্রতিটি কেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজার ও মেডিকেল টিম, ডেঙ্গু প্রতিরোধে কেন্দ্র ও আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন স্প্রে, কেন্দ্রের বাইরে জটলা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি, প্রশ্ন ফাঁস ও নকল প্রতিরোধে বোর্ডের বিশেষ তদারকি দল।

পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। তবে প্রাকৃতিক দুর্যোগ বা বৈরী আবহাওয়া ইত্যাদি কারণে পরীক্ষার সময় বিলম্বিত হলে, সেই অনুযায়ী অতিরিক্ত সময় দেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102