মোঃ নজরুল ইসলাম, বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল পোর্টথানা পুলিশের বিশেষ অভিযানে নিখোঁজ থাকা কিশোরী সুমাইয়া খাতুন (১৭) উদ্ধার সহ ঘটনায় জড়িত মোর্তেজুল হক রাজীব (৩৪) নামের এক যুবক আটক হয়েছে। নিঁখোজ থাকা কিশোরী বেনাপোল পোর্টথানাধীন দৌলৎপুর গ্রামের মাহবুরের কন্যা।
ঘটনার তথ্য সুত্রে,উদ্ধার হওয়া কিশোরী সুমাইয়ার মামা দৌলৎপুর গ্রামের আরিফুল ইসলাম স্মৃতি প্রতিবেদক কে জানান,একটি মহিলার বিশেষ যোগাযোগের মাধ্যমে তার ভাগ্নী কে রাজীব নিয়ে পালিয়ে যায়।পরবর্তীতে তার বোন বেনাপোল পোর্টথানায় হাজির হয়ে অভিযোগ জানালে বেনাপোল পোর্ট থানা পুলিশ খুলনা হতে আসামী মোর্তেজুল কে আটক করেন এবং তার দেওয়া স্বীকারোক্তী মতে সুমাইয়া কে উদ্ধার করা হয়।
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে ৭/(৩০)ধারার নিয়মিত মামলা দ্বায়ের করেন।যাহার মামলা নং-৩১ তারিখ ২৬-২০২০ইং। ধৃত আসামী মোর্তেজুল খুলানা জেলার টুটপাড়া এলাকাধীন দোলকোলা গ্রামের বাসীন্দা মোজাম্মেল হক এলাহীর পুত্র।
মামলার তদন্ত কর্মকর্তা বেনাপোল পোর্ট থানার সাব ইন্সেপেক্টর রফিক জানান,সঙ্গীয় পুলিশ ফোর্স সহায়তায় তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে আদাবর থানা,ডিএমপি ঢাকা এলাকায় অভিযান চালিয়ে নিঁখোজ থাকা কিশোরী কে উদ্ধার করা হয়। মামলার ভিকটিম ও আসামী কে কোর্ট হাজতে প্রেরনের পক্রিয়া চলমান রয়েছে বলে আরো জানান তিনি।
এএসবিডি/আরএইচএস