শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১০ অপরাহ্ন

শেকৃবি সাংবাদিক সমিতির সভাপতি কামরুল, সম্পাদক তাসনিম

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (শেকৃবিসাস) ২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সমকাল পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. কামরুল ইসলাম সজল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিন-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তাসনিম আহমেদ তানিম। শুক্রবার (২০ জুন) সমিতির কার্যালয়ে সদস্যদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শেকৃবিসাসের সাবেক সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নজরুল ইসলাম। এছাড়া সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের গণযোগাযোগ কর্মকর্তা মো. শামসুল আলম এবং শেকৃবিসাসের সাবেক সভাপতি আশিক আবদুল্লাহ। নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।

নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মো. এমদাদুল হক (দৈনিক দেশ রূপান্তর), মো. শাহিন আলম (দৈনিক মানবকণ্ঠ) যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শোয়াইবুর রহমান (বাংলাদেশ পোস্ট), সাংগঠনিক সম্পাদক: শাহেদ মাহমুদ মাহিন (দৈনিক আমাদের সময়), কোষাধ্যক্ষ ফাতুল্লাহ আমিন (দৈনিক কালের কণ্ঠ), দপ্তর সম্পাদক তাহিরুল হাসান ফাহিম (চ্যানেল ২৪), প্রচার ও প্রকাশনা সম্পাদক রবিউল ইসলাম রাকিব (দ্য ডেইলি ক্যাম্পাস), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম (দৈনিক ইনকিলাব), ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাকতুম আল মুহিত (বিডিএন৭১), কর্মশালা ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. সাইদ আহম্মদ (জাগো নিউজ ২৪)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- সিরাজুদ্দৌলা আরাফা (আমার দেশ), মো. ফরহাদ আলম (দৈনিক নয়া শতাব্দী) এবং কায়েস ইবনে জুবায়ের (দ্য বাংলাদেশ টুডে)।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102