গত বছর ‘তুফান’ সিনেমার টাইটেল ট্র্যাক ‘প্রলয়ের তুফান’-এর মাধ্যমে প্লে-ব্যাক ক্যারিয়ার শুরু করা দৃপ্ত এবার যুক্ত হয়েছেন দেশের দুই শীর্ষ নায়ক—শাকিব খান ও শরীফুল রাজ অভিনীত সিনেমার সংগীতায়নে। শুধু গায়ক হিসেবে নয়, এবার তিনি দুইটি গানেরই অ্যাডিশনাল মিউজিক প্রোডিউসার হিসেবেও কাজ করেছেন।
দুই গানেই সুর ও সংগীতায়োজন করেছেন খ্যাতনামা সংগীত পরিচালক নাভেদ পারভেজ। ‘তাণ্ডব’ সিনেমার থিম সং ‘হবে তাণ্ডব’ লিখেছেন তাহসান শুভ, যেখানে কণ্ঠ দিয়েছেন দৃপ্ত ও দোলা রহমান। গানটিতে রয়েছে Rapsta Dadu-এর পরিবেশিত একটি র্যাপ অংশও। রায়হান রাফি পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমাটি শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম আলোচিত প্রজেক্ট হিসেবে ধরা হচ্ছে। গানটি এখনো ইউটিউবে প্রকাশ না হলেও সিনেমা হলে দর্শকরা এটি উপভোগ করছেন। নির্মাতারা জানিয়েছেন, শিগগিরই গানটি অফিশিয়াল চ্যানেলে প্রকাশিত হবে।
অন্যদিকে, সঞ্জয় সমাদ্দার পরিচালিত এবং শরীফুল রাজ অভিনীত ‘ইনসাফ’ একটি সামাজিক বাস্তবতাভিত্তিক চলচ্চিত্র। এর টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন আরিফ রহমান জয়, দৃপ্ত ও রাজবীর আহমেদ। রবিউল ইসলাম জীবনের লেখা এই গানটি ইতোমধ্যে ইউটিউবে মুক্তি পেয়েছে এবং শ্রোতাদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে।
দুটি বড় প্রজেক্টে কাজের সুযোগ প্রসঙ্গে দৃপ্ত বলেন— “মেগাস্টার শাকিব খানের জনপ্রিয়তা এখন শীর্ষে। তার এমন একটি সময়ের প্রজেক্টে কাজ করতে পারা আমার জন্য বিশাল সম্মানের। সংগীত পরিচালক নাভেদ পারভেজ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই, তিনি আমাকে বারবার সুযোগ দিয়েছেন এবং সাহস জুগিয়েছেন। আমি চাই সবার ভালোবাসা ও দোয়ায় সামনে আরও ভালো কিছু উপহার দিতে পারি।”
উল্লেখ্য, ২০২৪ সালে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’-এর টাইটেল ট্র্যাক ‘প্রলয়ের তুফান’-এর মাধ্যমে প্লে-ব্যাক যাত্রা শুরু করেন দৃপ্ত। গানটি প্রকাশের পরপরই দুই বাংলায় আলোচনার জন্ম দেয় এবং টিজারটি দ্রুত মিলিয়ন ভিউ ছাড়িয়ে যায়।