শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন

দুবাইয়ে ঈদুল আজহার জামাত সম্পন্ন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে আজ (শুক্রবার, ৬ জুন) উদযাপিত হলো পবিত্র ঈদুল আজহা। স্থানীয় সময় সকাল ৫টা ৪৫ মিনিটে দুবাই ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। নামাজ আদায়ের মাধ্যমে শুরু হয় ত্যাগ ও উৎসর্গের মহিমান্বিত এই দিনের আনুষ্ঠানিকতা।

ফজরের নামাজের পর থেকেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাললাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে দুবাই নগরী। সূর্য ওঠার আগেই দুবাই ঈদগাহ ময়দান কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

এছাড়া দুবাইয়ের দেরা বাংলাবাজার কেন্দ্রে অবস্থিত কুয়েতি মসজিদে ঈদের জামাত শেষ হয় একই সময়। নামাজে অংশ নেওয়া অন্য দেশের মুসল্লিদের মধ্যে বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয়রা ছিল বেশি।

মোনাজাত শেষে পরস্পরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। এরপর সবাই রওনা হন কোরবানির পশু জবাই করতে, দুবাই কর্তৃপক্ষের নির্ধারিত কিছু নির্দিষ্ট স্থানে। এই উৎসবের মাধ্যমে মুসলমানরা হজরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগের মহিমাকে স্মরণ করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102