শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ পূর্বাহ্ন

ভারতে বজ্রপাতে মারা গেল ৪৫ জন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরপ্রদেশে প্রবল বজ্রপাত ও ঝড়বৃষ্টিতে অন্তত ৪৫ জনের প্রাণহানি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন স্থানে এই প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশ সরকার নিহতদের পরিবারকে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষতিপূরণ পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে ঝড় ও বজ্রপাতে ফসলের ক্ষয়ক্ষতির জরিপ চালানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা দেওয়া যায়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজ্যে বজ্রঝড়ের প্রবণতা সোমবার পর্যন্ত থাকতে পারে। বিশেষ করে মধ্য উত্তরপ্রদেশ ও তেরাই অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা হাওয়া অব্যাহত থাকতে পারে।

এদিকে ঝড়ে ঝাঁসি জেলার সিংঘার গ্রামে একটি পিপল গাছ ভেঙে পড়ায় অনেক টিয়াপাখির মৃত্যু হয়েছে। স্থানীয়দের মতে, গাছটিতে বহু পাখির বাস ছিল। হঠাৎ ঝড়ে গাছের ডাল ভেঙে পড়লে ঘটনাস্থলেই অনেক পাখি মারা যায়।

ঝাঁসির বন কর্মকর্তা জে বি শেন্দে জানিয়েছেন, এখন পর্যন্ত অন্তত ৭০টি টিয়াপাখির মৃত্যু হয়েছে এবং আরও প্রায় ৩০টি পাখি আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102