বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ নেওয়া নিয়ে গত এক সপ্তাহে রাজধানীতে অচলাবস্থার সৃষ্টি হয়। এই প্রেক্ষাপটে সরকার ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের চিন্তা করছে—এ নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা।
গুঞ্জন রয়েছে, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ও শিবিরের সাবেক নেতা সাদিক কায়েম প্রার্থী হতে পারেন। ইউনাইটেড পিপলস বাংলাদেশের প্রধান রাফে সালমান রিফাত ও এনসিপির যুব নেতা তারিকুল ইসলাম ফেসবুকে ইশরাকের সমালোচনা ও সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতা নিয়ে মত দেন।
এদিকে, ইশরাক হোসেনের শপথ ঠেকাতে করা রিট খারিজ করে হাইকোর্ট জানায়, তার শপথ গ্রহণে আর বাধা নেই। তবে রিটকারী পক্ষ আপিল করবে বলে জানিয়েছে।