শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন

অবৈধ নির্বাচনকে বৈধতা কেন? ইশরাককে প্রশ্ন এনসিপি নেতা সারজিসের”

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “যে নির্বাচন অবৈধ, সেই নির্বাচনের মেয়র আমি কীভাবে হতে চাই?” সোমবার (১৯ মে) নিজের ফেসবুক পেজে বিএনপি নেতা ইশরাক হোসেনকে উদ্দেশ করে এই মন্তব্য করেন তিনি।

সারজিস বলেন, ইশরাককে তিনি একজন সৎ ও সাহসী রাজনৈতিক কর্মী হিসেবে দেখেন, তবে অবৈধ নির্বাচনের মেয়র হয়ে দায়িত্ব গ্রহণ করলে সেটি তার রাজনৈতিক জীবনে “একটি কালো দাগ” হয়ে থাকবে।

তিনি আরও বলেন, অতীতের একতরফা ও প্রশ্নবিদ্ধ নির্বাচনগুলোকে বিএনপি নিজেরাই অবৈধ বলেছে। তাই সেসব নির্বাচনের ফল মেনে নিয়ে পদ আঁকড়ে থাকা নৈতিক দ্বন্দ্ব তৈরি করে। ইশরাকের জনপ্রিয়তা ও আন্দোলনের শক্তি থাকলেও তা যেন অপরাধের বৈধতা দিতে ব্যবহৃত না হয়—এমন আহ্বান জানান তিনি।

সারজিস আরও অভিযোগ করেন, ইশরাকের কর্মীরা এনসিপি উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ, গালিগালাজ ও অপমানজনক মন্তব্য করেছেন। তিনি বলেন, এটি রাজনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন, আর এর দায় পরোক্ষভাবে ইশরাকের ওপরও পড়ে।

উল্লেখ্য, ডিএসসিসির মেয়র হিসেবে দায়িত্ব বুঝে নিতে ইশরাকের সমর্থকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102