বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের মন্তব্য করেছেন যে, আগামী জাতীয় নির্বাচন যে সম্পূর্ণ সুষ্ঠু ও সঠিক হবে, এ বিষয়ে এখনো কোনো দৃশ্যমান পরিস্থিতি তৈরি হয়নি।
তিনি বলেন, কিছু কিছু ইস্যুতে নানা সমস্যা দেখা যাচ্ছে, যেমন পাবনা আটঘরিয়া এলাকায় জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগ ও মারধরের ঘটনা ঘটেছে, এবং এখনও নির্বাচনের তারিখ নির্ধারিত না হলেও জায়গা দখলের প্রতিযোগিতা চলছে। এসব কারণে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন, আগামী নির্বাচনও সম্পূর্ণ সুষ্ঠু ও স্বচ্ছ হবে বলে ধারণা এখনো তৈরি হয়নি।
তিনি বাংলাদেশ জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামী’র বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, জামায়াত দেশের স্বার্থে ও জাতীয় স্বার্থে আলোচনা করছে এবং প্রয়োজন অনুযায়ী নিজেদের সিদ্ধান্তে পরিবর্তন আনছে, যাতে দেশ ও জাতির জন্য ভাল কিছু হয়।
তাহের আরও বলেন, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে কিছু ঘটনা ঘটছে বলে মনে করেন, যা ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। তিনি সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, তারা যেন পরিস্থিতি মোকাবিলায় আরও দৃঢ়তা ও সঠিকতা অবলম্বন করে। পাশাপাশি, সরকারের সকল ইতিবাচক কাজে জামায়াতে ইসলামীর সমর্থন থাকবে বলে উল্লেখ করেন।