শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:২৮ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার কাছে দুটি দাবির বাস্তবায়ন চাই মুক্তিযোদ্ধা পরিবার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫

শেখ হাসিনা সরকারের অধীন বাতিল হওয়া ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের চুক্তি পুনর্বহাল এবং কলমিলতা বাজারের ক্ষতিপূরণ প্রদান দাবিতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও ভুক্তভোগী জনতা মানববন্ধন করেছেন। শনিবার (১৭ মে) ঢাকার সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটির সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজকদের পক্ষে আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম বলেন, দীর্ঘদিন আইনি ও প্রশাসনিকভাবে দাবি জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। ভাষানটেক প্রকল্পটি ১৯৯৮ সালে পাইলট প্রকল্প হিসেবে অনুমোদন পায় এবং এনএসপিডিএল এটি বাস্তবায়ন করছিল। কিন্তু সাবেক ভূমিমন্ত্রীসহ স্থানীয় আওয়ামী নেতাদের সহযোগিতায় প্রকল্পটি জোরপূর্বক দখল করা হয়।

তিনি আরও জানান, কলমিলতা বাজারের প্রকৃত মালিক ছিলেন শহীদ আব্দুল কাদের। আদালতের রায়ে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ থাকলেও এখনো তা বাস্তবায়ন হয়নি। দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে ২৫ মে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102