ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ১৫ মে, বৃহস্পতিবার রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সদস্যদের প্রতি সতর্কতা জ্ঞাপন করেছেন।
তিনি বলেন, পুলিশকে নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম ও নাশকতার বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও জানান, পুলিশ বাহিনীকে শৃঙ্খলা এবং পেশাগত মান বজায় রেখে কাজ করতে হবে, অপরাধ নিয়ন্ত্রণে তৎপর থাকতে হবে এবং মামলার নিষ্পত্তির হার বাড়াতে হবে। সভায় সিভিল অপরাধ, মাদক, চুরি, খুন, নারী ও শিশু নির্যাতন সহ বিভিন্ন অপরাধের পরিসংখ্যান উপস্থাপন করা হয়।
এছাড়া, ডিএমপি কমিশনার পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের উৎসাহিত করে বিভিন্ন ক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি হিসেবে কর্মকর্তাদের পুরস্কৃত করেন।