পল্লব, নেএকোণাঃ ২৯ শে অক্টোবর নেত্রকোণা জেলা কৃষক লীগের আয়োজনে কৃষক বাচাঁও -দেশ বাচাঁও দিবস উদযাপন উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় সংগঠনের সভাপতি কেশব রঞ্জন সরকারের সভাপতিত্বে
প্রধান অতিথি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জননেতা আশরাফ আলী খান খসরু এম পি, বিশেষ অতিথি হিসেবে নেত্রকোণা পৌর সভার জনপ্রিয় মেয়র জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান, বক্তব্য রাখেন কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এড, দিপক ধর গুপ্ত,দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম,আরও বক্তব্য রাখেন কৃষক আ,ক,ম আলতাবুর রহমান কাসেম,নেতা মোঃআব্দুস শহিদ,তারেক রহমান,আইয়ুব আলী,মৃনাল কান্তি জোয়ারদার ঠুপুর,ওয়ারেছ উদ্দিন,মামুন খান পাঠান রানা,আঃরেজ্জাক,মোঃইকবাল,মাহবুব আলম ফারাস দিপুল প্রমূখ।
সভায় প্রধান অতিথি বক্তব্যে বলেন জাতির জনক বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সে দিন বিরোধী দলীয় নেতা হিসেবে ১৯৮৯ ইং সন২৯ শে অক্টোবর বাংলার কৃষক সমাজের সার্থে ১১দফা সহ কৃষক বাচাঁও- দেশ বাঁচাও কর্মসূচী ঘোষনা করেছিলেন। আজ কৃষক বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কৃষকের অধিকার প্রতিষ্ঠা করেন।
এএসবিডি/আরএইচএস