নিজস্ব প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে মাদক সেবীদের আতঙ্কের নাম এস.আই সোহেল রানা।
উল্লেখ্য, গত সোমবার(২৭ অক্টোবর)দিনগত গভীর রাতে উপজেলা পরিষদের মধ্যে অবস্থিত শহীদ স্মৃতি স্তম্ভর’র পিছণ থেকে আমতলী পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ ফেরদাউসকে ৩৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
এস.আই সোহল রানা আমতলী থানায় যোগদানের পর দায়িত্ব পালনকালে চিহ্নিত মাদকসেবী, মাদক মামলার আসামী ,ডাকাতি মামলার আসামী বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করায় এলাকার সাধারণ মানুষ স্বস্তি ফিরে পেয়েছে। এলাকায় অপরাধীদের কাছে এস আই সোহেল রানা আতংক হয়ে দাড়িয়েছে।
এ বিষয়ে এস আই সোহেল রানা বলেন, আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম স্যারের নির্দেশনায় আমি আমার দায়িত্ব পালন করেছি। আমি যেখানেই থাকিনা কেনো মাদক সেবী, মাদক ব্যবসায়ী, ও অপরাধীদের সাথে কোন প্রকার আপোষ করবোনা।