নিজেস্ব প্রতিবেদকঃবরগুনার আমতলীতে টাকার লোভ দেখিয়ে দুই সন্তানের জনক কতৃক সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের। শিশুটির জবানবন্দি রেকর্ড করার জন্য কোর্টে প্রেরণ করা হয়েছে।
পরিবার ও মামলা সূত্রে জানাগেছে, গত কাল (মঙ্গলবার) সকাল সারে ০৯ টায় দিকে উপজেলার কলাগাছিয়া গ্রামে ভিকটিমের ফুপুর বাড়ী সংলগ্ন গ্রামীন ফোন টাওয়ারের সামনে বসে সমবয়সী দুই শিশু (মামাতো- ফুপাতো) বোন খেলা করতে ছিলো। এসময় প্রতিবেশী মোঃ মোতাহার চৌকিদারের পুত্র দুই সন্তানের জনক মোঃ সোহরাব চৌকিদার (৪৫) এই দুই শিশুকে টাকার লোভ দেখিয়ে ডেকে তার মাছের ঘেরের পারে নিয়ে যায়। এসময় সোহরাব ভিকটিম শিশু (মামাতো বোনের) পড়নের পায়জামা খুলে ঝাপটিয়ে ধরে মাটিতে শোয়াইয়া জোরপূর্বক ধর্ষণ চেষ্টা চালায়। এসময় ওই শিশুদের ডাক চিৎকার শুনে পরিবারের লোকজন এগিয়ে আসলে ধর্ষণ চেষ্টাকারী সোহরাব তাদের ছেড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহআলম হাওলাদার বলেন, শিশু ধর্ষণ চেষ্টা ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।