শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন

টানা ১৫ ঘণ্টা সংবাদ সম্মেলন করে রেকর্ড গড়লেন মুইজ্জু!

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫

একটানা ১৫ ঘন্টা সংবাদ সম্মেলন করে রেকর্ড গড়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির টানা ১৪ ঘণ্টার রেকর্ড ভাঙলেন তিনি। নামাজের বিরতি ছাড়া দীর্ঘ সময় চলে এই সংবাদ সম্মেলন।

রোববার (৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয় বিবৃতিতে জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু সংবাদ সম্মেলন শুরু করেন, যা নামাজের বিরতি ছাড়া মোট ১৪ ঘণ্টা ৫৪ মিনিট পর্যন্ত চলমান ছিল।

মধ্যরাতে সংবাদ সম্মেলন শেষ করার মধ্য দিয়ে এই রেকর্ড করেছেন দ্বীপ রাষ্ট্রটির প্রেসিডেন্ট। মুইজ্জু ধারাবাহিকভাবে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন বলেও জানায় প্রেসিডেন্ট কার্যালয়।

এএফপি বলছে, এই দীর্ঘ কনফারেন্সটি বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস (৩ মে) উপলক্ষ্যে আয়োজন করা হয়।

প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, নিরপেক্ষ তথ্যবহুল ও সুষম প্রতিবেদনের গুরুত্বের ওপর জোর দেন। এতে সাংবাদিকদের পাশাপাশি সাধারণ জনগণের পক্ষ থেকে পাঠানো প্রশ্নেরও উত্তর দেন তিনি। প্রায় দুই ডজন সাংবাদিক এই সম্মেলনে উপস্থিত ছিলেন। তাদের জন্য খাবারেরও ব্যবস্থা করেন প্রেসিডেন্ট মুইজ্জু।

২০২৩ সালে মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ মুইজ্জু। তার অধীনে গণমাধ্যম স্বাধীনতা সূচকে উন্নতি সাধন করেছে দেশটি। পূর্বের তুলনায় দুই ধাপ এগিয়ে ২০২৫ সালের রিপোর্টার্স উইথদাউট বর্ডারসের সূচকে মালদ্বীপ ১৮০টি দেশের মধ্যে ১০৪তম স্থান লাভ করে।

এর আগে ২০১৯ সালের অক্টোবরে ইউক্রেনের ন্যাশনাল রেকর্ডস এজেন্সি দাবি করেছিল যে, জেলেনস্কি ১৪ ঘণ্টার সংবাদ সম্মেলন করেছেন, যা বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাত ঘণ্টারও বেশি সময়ের সংবাদ সম্মেলনের রেকর্ডকে ভেঙে দেয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102