শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন

যুদ্ধের দামামা : কাশ্মীরে দুই মাসের খাবার মজুদের নির্দেশ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের ভারত সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দাদের আগামী দুই মাসের খাবার মজুদের নির্দেশনা দেওয়া হয়েছে।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার জেরে সৃষ্ট উত্তেজনার মধ্যে শুক্রবার (২ মে) আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ারুল হক এ নির্দেশনা দেন।

স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘সীমান্ত রেখার (এলওসি) কাছের ১৩টি নির্বাচনী এলাকার মানুষকে দুই মাসের খাবার মজুদ করতে বলা হয়েছে।

এছাড়া ওই এলাকাগুলোর মানুষের খাবার, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের যোগান নিশ্চিত রাখতে ১০০ কোটি রুপির ফান্ড গঠন করা হয়েছে।’

আজাদ কাশ্মীরের রাস্তাঘাটগুলো ঠিকঠাক রাখতে সরকারি-বেসরকারি মালিকানাধীন যন্ত্রপাতি সীমান্ত রেখার কাছে মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, পেহেলগামে হামলার ঘটনায় সৃষ্ট উত্তেজনার জেরে যেকোনো সময় সামরিক হামলা করতে পারে ভারতীয় সেনাবাহিনী, এমন আশঙ্কায় ১০ দিনের জন্য বন্ধ করা হয়েছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সব মাদ্রাসা।

বৃহস্পতিবার (১ মে) এক সরকারি নোটিশে এ আদেশ জারি করা হয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে পাকিস্তানের সরকারি কর্মকর্তারা বলেছেন, গরম ও তাপপ্রবাহের জন্য মাদ্রাসাগুলোতে ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

তবে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ধর্মবিষয়ক দপ্তরের পরিচালক হাফিজ নাজির আহমেদ জানিয়েছেন, ‘উত্তেজনার আবহে পাকিস্তানের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে যেকোনো সময় হামলা চালাতে পারে ভারতের সামরিক বাহিনী। এমন আশঙ্কা থেকেই বন্ধ করা হয়েছে মাদ্রাসাগুলো।’

তিনি আরও বলেন, ‘এ মুহূর্তে আমরা দুই ধরনের তাপপ্রবাহের মুখোমুখি, যার একটির উৎস আবহাওয়া এবং অপরটির উৎস (ভারতের প্রধানমন্ত্রী) নরেন্দ্র মোদি।’

তিনি বলেন, ‘বৃহস্পতিবার আমরা আজাদ কাশ্মীর ও গিলগিট-বাল্টিস্তান প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি। সে বৈঠকে সর্বসম্মতভাবে এ ছুটির সিদ্ধান্ত হয়েছে। আমরা মাদ্রাসার নিরপরাধ শিশুদের জীবন ঝুঁকিতে ফেলতে চাই না।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102