নিজস্ব প্রতিনিধিঃপটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের পুর্ব নওমালা গ্রামে নারিকেল গাছ থেকে পড়ে মো. রাহাত (১৪) নামে এক কিশোর মারা গেছে। সোমবার (২৬ অক্টোবর ) দুপুরে এই ঘটনা ঘটে। নিহত রাহাত ওই এলাকার নজির খানের ছেলে।
স্থানীয়রা জানান, রাহাত তার প্রতিবেশী হাওলাদার বাড়ির নারিকেল গাছে ওঠার পর ছিটকে পড়ে। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাউফল সদর হাসপাতালে নেয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন লিখিত আবেদন দিয়েছেন ময়নাতদন্ত ছাড়াই তারা লাশ দাফন করতে চান, আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে তাদেরকে লাশ দেওয়া হয়েছে।