বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৯:২৮ পূর্বাহ্ন

বীরমুক্তিযোদ্ধা পুলিশের অবসরপ্রাপ্ত এস, আই আব্দুল মজিদের ইন্তেকাল।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০

নুরআলম নাহিদ চিলমারীঃকুড়িগ্রামের চিলমারী উপজেলার খরখরিয়া তেলীপাড়া নিবাসী মৃত কসব উদ্দিন শেখের পুত্র বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত এস, আই বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ শেখ আজ ভোর ৩টা ৩০ মিনিটে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর।

আব্দুল মজিদ শেখ মৃত্যুকালে ২ স্ত্রী, ৫ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বিকেল ৪টা ৩০ মিনিটে চরখরখরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা এবং জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করার কথা রয়েছে।

তার মৃত্যুতে চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ , এম রায়হান শাহ্, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুছ সরকার, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক এস, এম নুরুল আমিন সরকার, রমনা মডেল ইউপি চেয়ারম্যান মোঃ আজগার আলী সরকার প্রমুখ শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102