মোঃ তামিম মাহমুদ বরগুনা থেকেঃদেশের করোনা ক্রান্তিকালে মানবতার এক ফেরিওয়ালার সংগ্রামের গল্প ।মানব সেবাই পরম ধর্ম। পৃথিবীর প্রতিটি ধর্মেই মানব সেবার কথা বলা আছে। অনেকের মতে মানব সেবার মাঝেই সৃষ্টিকর্তার আনুকূল্য পাওয়া যায়। চাইলে অনেকভাবেই মানুষের সেবা করা যায়।
যার মধ্যে অন্যতম একটা মানব প্রেমী সংগঠন হলো বঙ্গ ফাউন্ডেশন । সেই রকম এক জন মানুষ মানবতার ফেরিওয়ালা যার নাম শুনলে দুঃখী মায়ের মুখে হাসি ফোঁটে আসে, অসহায় গরীব মানুষের মুখে হাসি ফুটে প্রতিবন্দিদের মুখে হাসি ফুটে মাদরাসার এতিম শিশুদের মুখে হাসি ফুটে সে আর কেউ নয় ফরিদপুর জেলার কৃতি সন্তান বঙ্গ টিভির কর্নধার মোঃ রাসেল মিয়া হৃদয় ।
যার কাছে মানবতা আর মমতাই জীবনের এক নিদর্শন। ছোট বেলা থেকেই নিজেকে মানুষের কল্যাণে নিয়োজিত করে অন্যের সুখ-দুঃখের অংশীদারিত্ব গড়ে তুলেন। বর্তমানে বঙ্গ টিভির কর্নধার হিসেবে কর্তব্যরত রয়েছেন।
দেশেরে এ ক্রান্তি কালে‘করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ,গণসচেতনতা সৃষ্টি ও বিদেশ ফেরত ব্যক্তিদের কোয়ারেন্টিন থাকার পরামর্শ দিয়েছেন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব অসহায় গরীব মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন পথো শিশু দের মুখে খাবার তুলে দিয়েছেন ঢাকার আনাচে কানাচে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ সহ বঙ্গ ফাউন্ডেশনের অর্থায়োনে মাক্স বিতরন কোরেছেন দিন রাত নিরলসভাবে কাজ করেছেন তার বঙ্গ ফাউন্ডেশনের কর্মীদের নিয়ে ।এখানেই থেমে জাননি তিনি দুস্থ ও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বিভিন্ন জেলায় গিয়ে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করেছেন । রাতের আধাঁরে সবাই যখন ঘুমিয়ে তখন তিনি তার বঙ্গ ফাউন্ডেশনের কর্মিদের নিয়ে প্রতিবন্ধী , বিধবা , দিনমুজর , ভ্যানওয়ালা , ঠেলাওয়ালা অসহায় মানুষের বাড়ী বাড়ী গিয়ে খাবার পৌঁছে দিয়েছেন অসহায় মানুষের কাছে এখন তিনি মানবতার ফেরিওয়ালা ।১/৯/২০২০ তারিখ তার জন্ম দিন ছিলো এই দিন টাও তিনি সুভিধা বঞ্চিত এতিম শিশুদের নিয়ে কুরআন খতমের ও দোয়ার মাধ্যমে দিন টি পালন করেন তার এ মহতী কর্মকান্ড ইতি মধ্যে সর্বমহলে প্রশংশিত।
বন্যায় ক্ষতিগ্রস্ত একটি মসজিদ নির্মাণের জন্য টিন দান করেছেন পাশে, স্বামী সন্তান হারা বিধবা মায়ের পাশে অন্ন-বস্ত্র হারা পথশিশুদের পাশে,দাড়িয়েছেন এ যেন মানবতার উজ্জ্বল নক্ষত্র বঙ্গ টিভির কর্নধার মোঃ রাসেল মিয়া হৃদয়