শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে স্মরণকালের সেরা র‍্যালি করবে বিএনপি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের মানবতাবিরোধী আগ্রাসন এবং গণহত্যার প্রতিবাদে বিএনপি বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সেরা র‍্যালি করবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, বিএনপি সবসময় মানবতার কথা বলে। মানবতার পক্ষে কাজ করে। তাই বিএনপি মানবতার পক্ষে আগামীকাল ঢাকার নয়াপল্টন থেকে র‍্যালি করবে।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকার নয়াপল্টনের ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর বিএনপির এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় বিএনপির এই আহ্বায়ক বলেন, ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েল ইহুদিবাদীরা যে হত্যাযজ্ঞ চালিয়েছে তা কোনো যুদ্ধ নয়; বরং তা মানবতাবিরোধী কাজ। তারা যে হত্যাযজ্ঞ চালিয়েছে এটা সারা পৃথিবীর মানুষ মেনে নেয় নাই। আমাদেরও এমনটা কাম্য নয়।

নারী, পুরুষ, শিশু, বৃদ্ধসহ বাড়িঘর ও বেসামরিক স্থাপনাও ইসরায়েলের হামলা থেকে রেহাই পাচ্ছে না উল্লেখ করে আমিনুল হক বলেন, হাসপাতালও তাদের জিঘাংসা থেকে মুক্ত থাকেনি। আমরা এই নির্মমতা, বর্বরতা, নির্যাতন ও নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা আমাদের মুসলমান ভাইদের হত্যা করছে, আঘাত করছে, তাদের কোনো পণ্য আমরা ব্যবহার করতে পারি না।আমরা এরই মধ্যে ইসরায়েলি পণ্য বর্জন করেছি। তবে বর্জনের নামে যারা ভাঙচুর ও লুটতরাজ করছে এটাকে কোনো অবস্থাতেই সমর্থন করা যাবে না। ভাঙচুর ও বিশৃঙ্খলাকারীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

অন্তবর্তী সরকারের ভিতরে একটি গোষ্ঠী বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, বিএনপি একটি সুন্দর সমাজ ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। মানবিকতার পক্ষে আমাদের যে অবস্থান সেটাকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

যৌথ সভায় বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এ বি এম এ রাজ্জাক (দপ্তর), আতাউর রহমান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, এম কফিল উদ্দিন আহমেদ, হাজী মোঃ. ইউসুফ, তুহিরুল ইসলাম তুহিন, আফাজ উদ্দিন, শাহ আলম, মাহাবুবুল আলম মন্টু, মহানগর উত্তর বিএনপির সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার প্রমুখ।

এছাড়াও সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সব সদস্য এবং ২৬ টি থানা, ৭১ টি ওয়ার্ড ইউনিটের বিএনপির দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102